Sunday, 3 January 2016

Bangladesh beautiful nature wallpaper

Beautiful Bangladesh

Green Bangladesh beautiful nature wallpaper

Green Bangladesh


Friday, 1 January 2016

গুগল ক্রোমের যত সুবিধা

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার গুগল ক্রোমে সাধারণ ব্যবহারকারীর কাজের সুবিধা বাড়াতে প্রতিনিয়ত হালনাগাদ হয়। তেমন কিছু সুবিধা এবং কৌশল শিখে নিলে দরকারি কাজগুলো আরও দ্রুত সমাধা করা যাবে। কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার না থাকলেhttps://goo.gl/nzcoFm ঠিকানা থেকে অফলাইন ইনস্টলারটি নামিয়ে নিন। এরপর কম্পিউটারে ইনস্টল করুন।
টেনে ধরে সার্চ: ক্রোমে কোনো তথ্য বা প্রবন্ধ খুঁজতে বা পড়তে গিয়ে নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চাইছেন। সেটিকে আলাদা ট্যাবে লিখে সার্চ না করেই সেটি সম্পর্কে জানা যায়। সে জন্য কাঙ্ক্ষিত বিষয়ের লেখাগুলোকে মাউস দিয়ে নির্বাচন করে তাতে আবার মাউসের বাঁ বোতাম চেপে ধরে টেনে (ড্রাগ) আরেকটি ট্যাবে ছেড়ে দিলে গুগল সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখাবে।